মুজিববর্ষে সাশ্রয়ী মূল্যে ৪ পণ্য বিক্রি করছে টিসিবি 

নিজস্ব প্রতিবেদক   মার্চ ১৭, ২০২০, ০৯:৫৫ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের জন্য ট্রাকে করে খোলা বাজারে ৪টি নিত্যপণ্য বিক্রি করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে সয়াবিন তেল প্রতি কেজি ৮০ টাকা, চিনি, মশুর ডাল কেজি প্রতি ৫০ টাকা এবং প্রতি কেজি পেঁয়াজ ৩৫টাকা বিক্রি করা হবে। বিক্রয় কার্যক্রম শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

টিসিবি সূত্রে জানা গেছে, সারাদেশ ব্যাপী এ কার্যক্রমে মোট ৩৫০টি ট্রাকে করে ন্যাহ্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৫০ টি, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি করে এবং জেলা শহরে ৪টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঊর্ধ্বমুখি পেঁয়াজের বাজারে গত ৫ মাস থেকে টিসিবি পণ্যটি কেজি প্রতি ৩৫টাকা মূল্যে বিক্রি করে আসছে।

টিসিবি সূত্রে জানা গেছে, জন প্রতি ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল এবং ৫ লিটার পর্যন্ত সয়াবিন তেল কিনতে পারবে। তবে পেঁয়াজের ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে টিসিবির তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষভাবে এই বিক্রয় কার্যক্রম শুরু করছে।

আগামীনিউজ/জুনায়েদ/মিজান