এই মুহূর্তে ব্যাংকে তারল্য সংকট নেই : গভর্নর

নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২০, ০৯:৫৬ পিএম

এই মূহূর্তে রাষ্ট্রায়ত্ত কিংবা বাণিজ্যিক ব্যাংকে কোনো তারল্য সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তা ও সিটি ব্যাংক আয়োজিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২০’ শীর্ষক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে তিনি এ কথা জানান।

গভর্নর বলেন, ‘ব্যাংকগুলোতে পর্যাপ্ত নগদ টাকা রয়েছে। এর পরিমাণ প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা। অতএব ব্যাংকিং খাতে একেবারেই তারল্য সংকট নেই।’

ব্যাংকিং খাতে উচ্চ সুদ হারের কারণেই খেলাপি ঋণ বাড়ছে বলে জানিয়ে ফজলে কবির বলেন, ‘ব্যাংকিং খাতে সুদ হার তুলনামূলক বেশি থাকায় ঋণ গ্রহীতারা খেলাপি হয়ে পড়ছেন। এ কারণেই খেলাপি ঋণ বাড়ছে। যদিও আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো বুঝেও এই বিষয়ে কথা বলছে না। যেমন,২০১৫/১৬ এর দিকেও সুদ হার ১৫/১৬ শতাংশও ছিল। তখন কৃষি খাতে সুদ হার কমিয়ে ৯ শতাংশ করা হয়।’

এর আগে একই অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও বলেছেন, ‘উচ্চ সুদ হার ও চক্রবৃদ্ধি সুদ হারের কারণে খেলাপি ঋণ বাড়ছে।’

ফজলে কবির বলেন, ‘অনেকেই বাংলাদেশ ব্যাংকের সমালোচনা করে বলেন, এখানে সুশাসনের অভাব রয়েছে। কিন্তু সুশাসনের অভাব তো সবখানেই রয়েছে। তবে বিশেষ করে ব্যাংকের জন্য এটা সুখকর নয়।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিআরআই’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, অর্থনীতিবিদ মামুনুর রশীদ, ড. নাজনীন আহমেদ প্রমুখ।

 


আগামীনিউজ/মিঠু/মামুন