এক প্রাঙ্গনে অনেক উদ্যোক্তা, মিলছে প্রয়োজনীয় সামগ্রী

কামরুল হাসান শিশির মার্চ ৫, ২০২০, ০৪:০৭ পিএম

ঢাকা : নারীবান্ধব ব্যাংকিং ব্যবস্থায় উন্নয়ন অংশীদারিত্ব হবে সমান সমান ‘শ্লোগান নিয়ে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজধানীর মিরপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা মেলা।

নারী উদ্যোক্তারা যে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন সে ব্যাংকের স্টলে বসেছেন তাদের পণ্য সাজিয়ে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নানা পণ্য নিয়ে সাজানো হয়েছে মেলার স্টল। মেলায় পাওয়া যাচ্ছে হাতের তৈরি আকর্ষণীয় বিভিন্ন পোশাক, হ্যান্ডি ক্রাফট, লেদার পণ্য, জুট পণ্য, প্লাস্টিক পণ্য, বুটিক পণ্য। এগুলো সবই দেশি উদ্যোক্তাদের তৈরি।

পরন্ত বিকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় সব বয়সের দর্শনার্থী বিশেষ করে নারীরা প্রতিটি স্টলে ঘুরে ঘুরে উদ্যোক্তাদের তৈরি বাহারি জিনিস কিনতে।

মেলায় কথা হয় লিজা নামের একজন দর্শনার্থীর সাথে। তিনি বলেন, ‘এটা আমাদের নারীদের জন্য ভালো একটি উদ্যোগ। এখানে স্বাচ্ছন্দ্যে ঘরের প্রয়োজনীয় জিনিস কেনা যায় এবং দামও তুলনামূলক আয়ত্বের মধ্যে।’

মিরপুর-১ নম্বর থেকে আগত সুমি আক্তার জানান, ‘আমি গত বছরও শিশু একাডেমিতে আয়োজিত মেলায় গিয়েছি। আমি কেনার থেকেও বেশি উৎসাহী হয়ে মেলায় যাই কিভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করা যায় তা শিখতে।’

বেসিক ব্যাংকের উদ্যোক্তা নাজমা-আরা-পারভীন বলেন, ‘আমি এখানে পাটের তৈরি জিনিস নিয়ে এসেছি। সাড়াও ভালো পাচ্ছি।’ তিনি বলেন, ‘আমার অধীনে প্রায় ২০ জন নারী কাজ করে।’

এক্সিম ব্যাংকের উদ্যোক্তা ইসরাত জাহান নিপা ফুড আইটেম নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, ‘সাংবাদিকতা ছেড়ে মাত্র ত্রিশ হাজার টাকা নিয়ে পাঁচ বছর আগে শুরু করে আজ তিনটি রেস্টুরেন্ট ও একটি ক্যাটারিংয়ের মালিক হয়েছি। তবে তার আগে দু’বছরের বেশি সময় ধরে নিজেকে তৈরি করেছি।’

তিনি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা উদ্যোক্তা হওয়ার আগে ধৈর্য্য ধারণ করতে শিখবেন। কারণ ধৈর্য্যই সাফল্য আনার প্রধান অন্তরায়, আবার ধৈর্য্যই সাফল্যের চাবিকাঠি।’ তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত ৩০ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি।’

বেসিক ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মরিয়ম বেগম বলেন, ‘উদ্যোক্তা তৈরি করা একটি চ্যালেঞ্জ। ঋণ দিয়ে উদ্যোক্তা তৈরি করে তাদের ধরে রাখা আরো অনেক কঠিন।’ তিনি বলেন, ‘আমি বিগত ১৫ বছর ধরে উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। অনেক উদ্যোক্তা তৈরি করার পরেও বেশির ভাগই হারিয়ে গেছে। আবার উদ্যোক্তা তৈরি করেছি। এভাবেই চলছে আমার কাজ।’

মেলায় ৫৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতা উদ্যোক্তা ও ক্রেতা দর্শনার্থীরা মেলা জমিয়ে তুলবেন বলে আশা আয়োজকদের।

 

আগামীনিউজ/কামরুল/সবুজ/মামুন