চাকরি স্থায়ীর দাবিতে ন্যাশনাল লাইফ কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২০, ০২:১২ পিএম

ঢাকা : চাকরি স্থায়ীর দাবিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান কার্যালয় ঘেরাও করেছে দুই  শতাধিক কর্মী। 

বৃহস্পতিবার ( ০৫ মার্চ) সকালে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয় ঘেরাও করেন তারা।

বীমা  কর্মীরা জানান, ১০-১৫ বছর ধরে চাকরি করলাম কোম্পানি কর্তৃপক্ষ তা স্থায়ী করছে না। নানা অজুহাতে চাকরি স্থায়ী করা বন্ধ রেখেছে। এখন চাকরি চলে যাওয়ার ভয় দেখানো হচ্ছে।

অন্যদিকে কোম্পানির পক্ষ বলা হয়েছে, কর্মকর্তাদের চাকরি স্থায়ী করা হবে। এ বিষয়ে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাদের চাকরি স্থায়ী করা সংক্রান্ত চিঠি ইস্যুর অপেক্ষায় রয়েছে। বিষয়টি আন্দোলনরত কর্মীরা জানেন না। কেউ হয়তো তাদের ভুল বুঝিয়ে আন্দোলনের নামিয়েছে।

আন্দোলনে অংশনেয়া নজরুল ইসলাম বলেন, ১৫-২০ বছর ধরে ক্যাজুয়াল কর্মকর্তা হিসেবে চাকরি করা হলেও আমাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। বেতনও দেয়া হচ্ছে খুবই সামান্য। শ্রমিক নীতিমালার কোনকিছুই মানা হচ্ছে না। দফায় দফায় চাকরি স্থায়ী করার আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এ কারণে আমরা আন্দোলন নামতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এ নাসের বলেন, সবার চাকরি স্থায়ী করা হবে। তাদের চাকরির স্থায়ী করার সংক্রান্ত চিঠি ইস্যু হয়েছে। বিষয়টি ওরা জানেনা। এ কারণে হয়তো আন্দোলন করছে।

আগামীনিউজ/জুনায়েদ/মিজান