ঢাকা : আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে প্রয়োজনীয় সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মুনাফালোভী ব্যবসায়ীদের অপতৎপরতা, কৃত্রিম সঙ্কট সৃষ্টির পায়তাঁরা ও অবৈধ মজুদ রুখতে প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। এ বিষয়ে অভ্যন্তরীণ সভা করেছেন বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য সচিব। মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে এপ্রিলের ২৩ কিংবা ২৪ তারিখ থেকে রোজা শুরু হতে পারে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভায় রোজায় প্রয়োজনীয় পণ্যসামগ্রী, বিশেষ করে চিনি, ডাল, ছোলা, ভোজ্যতেল, পেঁয়াজ, খেজুরসহ প্রয়োজনীয় সব ধরনের পণ্যের সরবরাহ, চাহিদা ও মজুদ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এসব পণ্যের সরবরাহ নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না সরকার। এ কারণে আগে থেকেই চাহিদা ও মজুদের পরিমাণ বিবেচনায় নিয়ে আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোজাকে সামনে রেখে ৩০ হাজার টন সয়াবিন তেল ও ২৫ হাজার টন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৯ ফেব্রুয়ারি সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব খাদ্যপণ্য আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।
আগামীনিউজ/ইয়াকুব/সবুজ