ঠাকুরগাঁওয়ের ফেন্সিডিল বংশালের এস. আর পার্সেলে

নিজস্ব প্রতিবেদক ‌ জানুয়ারি ২৩, ২০২০, ০৮:৫২ পিএম

ঢাকাঃ ঠাকুরগাঁও জেলা থেকে রাজধানীর বংশাল থানার ১৪০নং লুৎফর রহমান লেনের এস. আর পার্সেল সার্ভিসেস লিমিটেডে ফেন্সিডিল পাঠানো হয়। বংশাল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির (মিডিয়া) উপ কমিশনার হাজী মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াস হোসেন জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জানুয়ারি) বিকাল সোয়া ৫টায় এস. আর পার্সেল সার্ভিসেস লিমিটেডে অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

বংশাল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির বলেন, এস. আর পার্সেল সার্ভিসেস লিমিটেডের ডেলিভারী কপি পর্যালোচনায় দেখা যায় মিজান ও ইলিয়াস নামের দুইজন ব্যক্তি ঠাকুরগাঁও হতে এস. আর পার্সেল সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে এই ফেন্সিডিল ঢাকায় আনেন।

মিজান ও ইলিয়াসসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে বংশাল থানায় মামলা করেছে পুলিশ। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির।

আগামীনিউজ/মোরসু/এনএ