ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ১০ হাজার ১৮০ কেজি অবৈধ পলিথিনসহ দুজনকে আটক করেছে র্যাব।
আটক দুজন হলেন আজাদ (৩৫) ও রাজেদুল (৩৫)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে র্যাব-২-এর একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ তাদের আটক করে।
র্যাব-২-এর মিডিয়া অফিসার এএসপি জাহিদ জানান, আইনানুযায়ী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, মজুদ, বাজারজাত, বিক্রি বা বিক্রির জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ।
তিনি বলেন, আমাদের কাছে সংবাদ ছিল নিষিদ্ধ পলিথিনের একটি চালান বিক্রির উদ্দেশ্যে মোহাম্মদপুর এলাকায় আসছে। ওই খবরে র্যাব-২-এর একটি দল অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যানসহ ১০ হাজার ১৮০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে। এর সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আগামী নিউজ /এআর/ হাসি/এনএনআর