জঙ্গি সংগঠন হিন্দাল শারক্বীয়ার সামরিক প্রশিক্ষণের ভিডিও প্রকাশ করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২৩, ০৪:০৯ পিএম

ঢাকাঃ নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীরের মোবাইল থেকে পার্বত্য অঞ্চলে সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমের ভিডিও উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ওই ভিডিও কনটেন্ট প্রকাশ করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, ‘ভিডিওর ব্যাপারে রনবীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে জানায়, এই ভিডিও ধারণ করা শুরু হয় ২০২১ সাল থেকে এবং ২০২২ সালের সেপ্টেম্বরে এর কাজ সম্পন্ন করা হয়।’

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘ভিডিওতে বেশ কিছু প্রশিক্ষণ ক্যাম্প দেখানো হয়েছে। এগুলো হচ্ছে জর্দান ক্যাম্প, ড. আহমেদ ক্যাম্প, রেতলাং ক্যাম্প, রামজুদাং পাহাড় ক্যাম্প। এই ভিডিও পাহাড়ের গহিনের বিভিন্ন জায়গাতে তারা নিজেরাই তৈরি করেছে। ভিডিওতে সকল চরিত্রই বিভিন্ন সময়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে এই জঙ্গি সংগঠনে যোগ দেয়।’

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত এই জঙ্গি সংগঠনের ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের অর্থের বিনিময় আশ্রয় দিয়েছে পার্বত্য চট্টগ্রামের কেএনএফ নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। তারা এদের সামরিক প্রশিক্ষণও দিচ্ছে।’

খন্দকার আল মঈন বলেন, ‘এই নব্য জঙ্গি সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই জঙ্গি সংগঠনের সর্বপ্রথম তথ্য পাওয়া যায় ২৩ আগস্ট ২০২২ সালে কুমিল্লা থেকে ৮ নিখোঁজ তরুণের তদন্ত করার সময়।’

সোমবার র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা, র‍্যাব-২, র‍্যাব-৩ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের গহিন বনাঞ্চল এলাকা থেকে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সামরিক শাখার প্রধানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন— শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার মৃধা আলম।

এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, তিনটি পিস্তলের ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, একটি ব্লাংক কার্টিজ, দুটি একনলা বন্দুক, ১১টি ১২ বোরের কার্তুজ, ১০০ রাউন্ড পয়েন্ট ২২ বোরের গুলি, একটি মোবাইল ও আড়াই লক্ষাধিক টাকা

বুইউ