রাজধানীতে ভুয়া এএসপি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০২০, ১১:২২ পিএম

ঢাকা : রাজধানীর ভাটারা থেকে একজন ভুয়া এএসপি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ডিএমপির (মিডিয়া) উপ-কমিশনার হাজী মাসুদুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ৮ টায় কুঁড়িলে অবস্থিত হোটেল প্রগতি ইন থেকে রাহুল চন্দ্র ঘোষ (২৭) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

এ সময় তার কাছ থেকে  বাংলাদেশ পুলিশের পরিচয় পত্র, একটি নোকিয়া মোবাইল, একটি আইফোন, ১৯ লাখ টাকা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি হোটেল প্রগতি ইনে পুলিশের আইডি কার্ড দেখিয়ে এএসপি পরিচয়ে রুম ভাড়া নেয় অভিযুক্ত রাহুল চন্দ্র ঘোষ। ১৬ জানুয়ারি হোটেল কর্তৃপক্ষ ভাড়া চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখাতে থাকে। তখন হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে ভাটারা থানা পুলিশকে খবর দেয়।

ভাটারা থানা পুলিশ হোটেল প্রগতি ইনে উপস্থিত হয়ে অভিযুক্তের পরিচয় জানতে চাইলে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে এবং একপর্যায়ে সে ভুয়া পুলিশ পরিচয়ে হোটেলে অবস্থান করছে বলে স্বীকার করে।

এ বিষয়ে ভাটারা থানায় মামলা হয়েছে।

মোরসু/আরআর/এএম