ঢাকা : চট্টগ্রাম-১২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর পিএ এজাজ চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৫ জানুয়ারি) দুদকের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে আগামী ২১ জানুয়ারি হাজির হতে বলা হয়েছে।
সূত্র জানায়, ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষের মাধ্যমে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের ধারাবাহিকতায় মূলত এজাজকে তলব করা হয়েছে।
একই অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেকের এপিএস ড. মোহাম্মদ আরিফুর রহমান শেখকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে গতকাল চিঠি পাঠিয়েছে দুদক।
আগামীনিউজ/টিআইএস/এমআর/এনএনআর