বিদেশগামীদের করোনা নেগেটিভ সনদ, কোটি টাকার প্রতারণা

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৮:২২ এএম
ফাইল ছবি

ঢাকাঃ বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট দেওয়ার আশ্বাস দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের একাধিক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানী থেকে চক্রের সদস্যদের গ্রেপ্তার করে র‍্যাবের একাধিক দল। সর্বশেষ তথ্যানুযায়ী, অভিযান চলমান রয়েছে।

অভিযানে আত্মসাৎ করা বিপুল পরিমাণ অর্থ ও প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ সিম জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

আগামীনিউজ/এমবুইউ