বগুড়ায় দেশী বিদেশী মদসহ গ্রেপ্তার ৭

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি মে ১৭, ২০২১, ০৩:২৯ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়াঃ জেলার শাজাহানপুরে দেশী-বিদেশী মদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। রবিবার (১৬মে) রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার প্রথম বাইপাসের ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৭ মে) দুপুরে র‌্যাব-১২ বগুড়ার ক্যাম্প প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের কান্তাপাড়া এলাকার মৃত কসিমুদ্দিন মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলশ (৪০), মৃত সমির আলীর ছেলে মো. শেখ সাদী (২৩), বগুড়া জেলার শাহাজানপুর উপজেলার জোড়া মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মামুনুর রশিদ (৩০), আশেকপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), বগুড়া সদরের পালসা এলাকার জনাব আলীর ছেলে শামীম হোসেন (২৩), পালসা গোকুলপাড়ার মৃত শহীদ সরদারের ছেলে বিপ্লব সরদার (২৮) ও একই এলাকার হাবিব শেখের ছেলে সিয়াম শেখ (২৪)।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জি,বিএন জানান, অভিযানে তাদের নিকট থেকে ১ বোতল বিদেশী বিয়ার, ৬ বোতল দেশীমদ, ৮টি মোবাইল, ১৩টি সীম কার্ড, নগদ ১১ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।