ঠাকুরগাঁওঃ ইভটিজিং এর দায়ে এক যুবকের কারাদণ্ড দেয় উপজেলা নির্বাহী অফিসার।
গত রবিবার (১৮অক্টোবর) রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের আখানগর উচ্চ বিদ্যালয়ের সামনে এক স্কুল ছাত্রীকে তার বান্ধবীদের সামনে পথরোধ করে প্রেম নিবেদন করা হয়। প্রেম প্রস্তাব না মানায় হেনস্তা করে আরাজি চিলারং নিবাসী-
১। মোঃ আল আমিন (১৯)- পিতা রহমত আলী, ২।মোঃ শামীম রেজা (১৬)- পিতা মোঃ মাজেদুর রহমান এবং ৩।মোঃ রবিউল ইসলাম (১৬) পিতা- বুধু মোহাম্মদ।
এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় জনসাধারণ তাদের আটক করে।
বিষয়টি চিলারং ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে, তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে মেয়েটিসহ স্থানীয় উপস্থিত হন।
এ সময় উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলে তারা ঘটনার বিবরণ দেন।
অভিযুক্ত ৩ জনকে জিজ্ঞেস করলে শামীম ও রবিউওল জানান, তারা মোঃ আল আমিনের প্ররোচনায় এ কাজ করেছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আল আমিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অন্য ২ জন অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের প্রত্যেককে ৫০০০ টাকা করে জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
আগামীনিউজ/মিথুন