ঢাকাঃ ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত ছাত্র-জনতার উদ্যোগে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ এ ব্যানারে আগামীকাল (৯ অক্টোবর) শুক্রবার, বেলা ৩টায় শাহবাগ চত্ত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে আন্দোলনকারীরা নিশ্চিত করেছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আন্দোলনের অন্যতম সংগঠক অনিক রায় বলেন, ‘ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি। শুধু সাম্প্রতিক ঘটনায় নয়, পূর্বেও আমরা এ বিষয়ে সোচ্চার ছিলাম। কিন্তু আমরা দেখেছি ক্ষমতাসীন দল কখনোই কার্যকর কোন ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারে না। আমাদের আন্দোলন চলবে। কালকে মহাসমাবেশের মধ্য দিয়ে আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।’
এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনা, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত ছাত্র-জনতার আন্দোলন আজ চতুর্থ দিন অতিবাহিত করছে।
রাজধানীর শাহবাগে আজকেও (৮ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ এই ব্যানারে গণজময়ায়েত ও অবস্থান কর্মসূচি পালন করছে ধর্ষণবিরোধী আন্দোলনকর্মীরা। প্রতিবাদী অবস্থানে বিক্ষোভ ও স্লোগানের পাশাপাশি চলছে প্রতিবাদী চিত্রাঙ্কন কর্মসূচি।
ধর্ষণবিরোধী এ আন্দোলনে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন ছাত্র-যুব-সাংস্কৃতিক সংগঠণের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একত্রিত হয়েছে বলে জানা যায়।
আন্দোলন থেকে ধর্ষক ও ধর্ষণকারীদের মদদ ও আশ্রয়দাতাদের শাস্তি নিশ্চিত করা, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা, নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠা করাসহ বিভিন্ন দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আছে শাহবাগ।
শাহবাগ ছাড়াও একই দাবিতে রাজধানীর উত্তরা, ধানমন্ডি, ফার্মগেট, মোহাম্মদপুর, খিলগাঁও, সূত্রাপুর, মিরপুরসহ বিভিন্ন স্থানে ও পয়েন্টেও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলছে বলে জানা যায়।
এছাড়াও রাজধানীর বাইরে গোটা দেশেই ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী আন্দোলন কর্মসূচি চলছে। রাজশাহী, চট্রগ্রাম, রংপুর, বগুড়া, বান্দরবান, সিলেট, নোয়াখালি, ফরিদপুর, টাঙ্গাইল, খুলনা, পাবনা, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বরিশাল, পটুয়াখালি, ময়মনসিংহ, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, দিনাজপুরসহ দেশব্যাপী সম্মিলিত ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি চলমান।
আগামীনিউজ/প্রভাত