বনানী থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ১৭, ২০২০, ১১:৪৫ এএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর বনানী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আল-আমিন মিয়া (৩২) (ড্রাইভার) ও মোঃ মোস্তাকিম (২৫)। গ্রেফতারকৃত দু’জনের বাড়ি ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থানা এলাকায়।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম ডিএমপি নিউজকে বলেন, গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮:৪৫ টায় মহাখালী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মনবাড়ীয়া জেলার সীমান্ত এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় মামলা রুজু হয়েছে।

রাজধানীর বনানী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আল-আমিন মিয়া (৩২) (ড্রাইভার) ও মোঃ মোস্তাকিম (২৫)। গ্রেফতারকৃত দু’জনের বাড়ি ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থানা এলাকায়।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম ডিএমপি নিউজকে বলেন, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮:৪৫ টায় মহাখালী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মনবাড়ীয়া জেলার সীমান্ত এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় মামলা রুজু হয়েছে।

 আগামীনিউজ/জেহিন