কক্সবাজারঃ জেলার উখিয়ায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাচারকালে ইয়াবা ও মোটরসাইকেলসহ মো. রিদোয়ান (২০) নামে এক যুবককে আটক করেছেন র্যাব ১৫-এর সদস্যরা।
গত মঙ্গলবার(০৮সেপ্টেম্বর) বিকালে কুতুপালং হাইওয়ে পুলিশ ডাম্পিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মো. রিদোয়ান কুতুপালং পূর্বপাড়ার জাফর আলমের ছেলে।
র্যাব ১৫-এর একটি আভিযানিক দল মাদকপাচারের গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং হাইওয়ে পুলিশ ডাম্পিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল।
এ সময় একটি মোটরসাইকেল সেখান থেকে দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আরোহীকে আটক করেন।
পরে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার পর জব্দকৃত মাদক ও মোটরসাইকেলসহ ওই যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব ১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
আগামীনিউজ/জেহিন