ঢাকা : রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন মিন্টু নামে এক আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্ব পালনকারী তিন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ।
শনিবার (২৯ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে পালিয়ে যায় ওই আসামি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, টাঙ্গাইল কারাগারের বন্দি মিন্টু অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১২ আগস্ট ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তার শরীর খারাপ হওয়ায় ওই দিনই রাজধানীর মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়। রাতের বেলা সে কৌশলে পালিয়ে যায়।
আসামি মিন্টু মাদক মামলার আসামি। তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা অসুখে ভুগছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে পলাতক মিন্টুর বাড়িতে লোক পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তারা মিন্টুর বিরুদ্ধে মামলা করবেন। সেইসঙ্গে কারারক্ষীদের দায়িত্বে অবহেলার বিষয়টিও খতিয়ে দেখবেন।
আগামীনিউজ/এসপি