পুলিশকে লাঞ্ছিত করে আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২০, ০৩:২৫ পিএম
ছবি : সংগৃহীত

শরীয়তপুরঃ জেলায় পুলিশকে লাঞ্ছিত করে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পালং মডেল থানায় মামলা করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জেলার শৌরপাড়া ইউনিয়নের চরচিকন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

 সদর উপজেলার গ্রাম চিকন্দী এলাকার আ. গনি হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার (২৫) মানসিক ভারসাম্যহীন। তিনি গত ১৭ আগস্ট রাত ১টায় প্রতিবেশী আ. কাদের হাওলাদারের বাড়িতে গিয়ে উৎপাত শুরু করে। এ সময় ওই বাড়ির সোহাগ হাওলাদার, ইতি বেগম, ইমু আকতার ও রহিমা বেগম রাজ্জাক হাওলাদারকে মারপিট করে।

পর দিন রাজ্জাক হাওলাদারের মা করিমন নেছা বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন এ ঘটনার তদন্ত করতে চিকন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহম্মেদকে নির্দেশ দেন।

ফারুক আহম্মেদ সোমবার বিকালে ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেন। এ সময় শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মোজাম্মেল হাওলাদার এসে পুলিশের উপস্থিতিতে বাদী করিমন নেছাকে মারপিট করেন। বাধ্য হয়ে পুলিশ মোজাম্মেল হাওলাদারকে আটক করেন।

খবর পেয়ে শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন হাওলাদার এসে পুলিশের এসআই ফারুক আহম্মেদকে চড়থাপ্পড় মেরে লাঞ্ছিত করে মোজাম্মেল হাওলাদারকে ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ও চিকন্দী পুলিশ ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে নিয়ে যায়। পরে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়।

এদিকে এ ঘটনায় চিকন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহম্মেদ বাদী হয়ে পালং মডেল থানায় সোমবার রাতে শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন হাওলাদারসহ ৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন হাওলাদার পলাতক রয়েছেন।

এ ব্যাপারে চিকন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, আমি ওসির নির্দেশে একটি মামলার তদন্ত করতে গেলে আমার সামনে বাদীকে আসামি মারপিট করেছে। আমি ওই সময় আসামিকে আটক করলে শৌলপাড়া ইউপি চেয়ারম্যান এসে আমাকে চড়থাপ্পড় মেরে লাঞ্ছিত করে আসামিকে ছিনিয়ে নেন। এ ঘটনায় আমি মামলা করেছি।

পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, একজন প্রতিবন্ধীর মামলার তদন্ত করতে গেলে পুলিশ অফিসারকে চড়থাপ্পড় মেরে আসামিকে ছিনিয়ে নেয়।

আগামীনিউজ/এএইচ