ঢাকা: গত ২৯ জুন বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় ময়ূর-২ এর ইঞ্জিন ড্রাইভার শাকিল এবং শিপনকে সূত্রাপুর এলাকা থেকে আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটায় তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন।
এরআগে গত রোববার (১২ জুলাই)লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি অভিযুক্ত ময়ূর-২ এর মাস্টার আবুল বাশারকে গ্রেফতার করে র্যাব। দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার আগে, ৯ জুলাই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেককে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করে নৌ পুলিশ। এ ঘটনায় এ নিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ২৯ জুন রাজধানীর সদরঘাটে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
লঞ্চ ডুবির ঘটনায় নৌ-পুলিশ বাদি হয়ে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টার, স্টাফসহ অজ্ঞাত আরো পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়।
আগামীনিউজ/এআর/এমআর