ঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।বৃহস্পতিবার (১৮ জুন)র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ উপ-অধিনায়ক মেজর মোঃ রকিবুল হাসান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে রাজধানীর দারুস সালাম থানার কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।এসময় ৩০০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ-৬ হাজার ৩০০ টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ মাদক কারবারি ফারুক হোসাইন (৩৫) ও মুজাহিদুল ইসলাম ওরফে রিপন (৩৪)কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকেফেন্সিডিল সংগ্রহ করে বিশেষ কৌশলে রাজধানীর কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে থাকে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
আগামীনিউজ/আরিফ/জেএস