চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   মার্চ ১১, ২০২০, ০১:৪৪ এএম

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ডাক্তার এখনো পলাতক রয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত চিকিৎসকের অবহেলায় এ মৃত্যু হয়েছে। 

সূত্রে জানাগেছে, নিহত প্রসূতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দেলোয়ার হোসেন এর বোন। ঘটনা জানাজানি হওয়ার পর বিচার চেয়ে হাসপাতালটি ঘিরে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক রফিকুল ইসলাম ও পপুলার হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও এই হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


আগামীনিউজ/নাঈম