ঢাকা : নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজার বিক্রির অপরাধে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টা হতে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর উত্তরা, আজিমপুর ও লালবাগ এলাকায় ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজিমপুর ও লালবাগ এলাকায় অভিযানকালে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত দামে সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজার বিক্রির অপরাধে মা মেডিসিন ফার্মেসীকে ২০ হাজার টাকা, হেলথ এইড ফার্মেসীকে ১০ হাজার টাকা ও আহম্মেদ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
অপরদিকে উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার্জিক্যাল মাস্ক ও মাস্কের গায়ে খুচরা মূল্য লেখা না থাকার কারণে চারটি ফার্মেসী ও একটি দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
এছাড়াও উত্তরা এলাকায় অভিযানকালে অননুমোদিত ও মূল্যের লেভেল ছাড়া কসমেটিকস বিক্রির অভিযোগে উত্তরার তামান্না ফার্মেসীকে ৩০ হাজার টাকা ও একই অপরাধে রোজ ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামীনিউজ/সুমন/সবুজ