ঢাকা : রাজধানীর খিলগাঁও রেলগেট ও বনশ্রীর সি ব্লকের ১০ নম্বর রোড ও বনশ্রী এবং ভাটারা এলাকায় বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) খিলগাঁও ও মতিঝিল সার্কেল।
আটকদের মধ্যে মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের একজন কর্মচারী রয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) মতিঝিল সার্কেলের পরিদর্শক মো. সুমনুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে বনশ্রীতে অভিযান চালিয়ে মো. হারুনুর রশিদ, শরীফুল ইসলাম ওরফে সবুজ ওরফে রাজীব ও কামরুল ইসলাম নামের তিন জনকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের মধ্যে কামরুল মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অফিস সহকারি হিসেবে কর্মরত। আর শরীফুল ২০০৭-০৮ সেশনে ঢাকা কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বায়িং হাউসে কর্মরত।
তারা তিনজন একত্রিত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে রামপুরা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সুমনুর বলেন, পৃথক অভিযান চালিয়ে খিলগাঁও রেলগেট থেকে সেলিনা আক্তার নামে এক তরুণীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়েছে।
সুমনুর আরও বলেন, অতিরিক্ত টাকার লোভে পড়ে সরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী, শিক্ষক-শিক্ষিকা ও উচ্চ শিক্ষিত যুবক-যুবতীরা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। যা আতঙ্কের। তবে ডিএনসির পক্ষ থেকে বিভিন্ন মাদকবিরোধী সভা-সেমিনার করা হচ্ছে। সেখানে মাদকের কুফলগুলো তুলে ধরা হচ্ছে।
ডিএনসির খিলগাঁও সর্কেলের পরিদর্শক ফজলুল হক খান বলেন, বৃহস্পতিবার রাতে ভাটারার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. রাশেদ খান মিলন, মো. ফিরোজ ও মো. নয়ন মিয়া নামের তিন জনকে ১১০ পিস ইযাবাসহ আটক করা হয়। তারা মাদক সেবনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীতে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে ভাটারা থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা হয়েছে।
আগামীনিউজ/আরিফ/নুসরাত