বিমানের সুইপারের কাছে মিললো ১৪ স্বর্ণবার

নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২০, ১২:১৭ এএম

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৬২৪ গ্রাম স্বর্ণসহ বিমানের এক সুইপারকে আটক করেছে ঢাকা কাস্টমস।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সোলায়মান হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিমান বন্দরের হ্যাংগার গেটে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে আবু সালেহ মুসা নামের ওই সুইপারের কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ঊদ্ধার করা হয়।

কাস্টমস হাউস জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাংগার গেট থেকে প্রায় ৮২ লাখ টাকা মূল্যের এক কেজি ৬২৪ গ্রাম স্বর্ণসহ বিমানের এক সুইপারকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে হ্যাংগার গেটে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে আবু সালেহ মুসাকে তল্লাশি করা হয়। এক পর্যায়ে পায়ের নিচের অংশে লুকানো ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

মুসাকে পুলিশে সোপর্দ করে আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সোলায়মান হোসেন।


আগামীনিউজ/সুমন/নাঈম