রাজধানীতে কিশোরকে কুপিয়ে হত্যা 

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২০, ১২:১৯ এএম

রাজধানীর হাতিরঝিল থানাধীন বেগুন বাড়ি এলাকায় পূর্ব  শত্রুতার জের ধরে শিপন(১৮) ও  মানিক (১৬)  নামের দুই  মোটর মেকানিক কিশোরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত শিপন  রাত ১১ টার দিকে মারা গেছেন।  

রবিবার  (২৩ফেব্রুয়ারী)  রাত সোয়া ১০টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায়  তাদের দুইজনকে  উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত  পৌনে ১১ টার দিকে  নিয়ে  আসে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান,  দুই  জনের  মধ্যে শিপন চিকিৎসা অবস্থায় মারা  গেছেন  রাত পৌনে ১২ টার দিকে। মানিক এখন চিকিৎসাধীন  রয়েছে।

আগামীনিউজ/আলামিন/নাঈম