রাজধানীর মোহাম্মদপুর বছিলা জয় (২২) নামের গার্মেন্টসকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় জয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ৮টার দিকে মৃত ঘোষণা করে।
মৃতার খালা নাজমা বেগম জানান, বছিলা স্থানীয় একটি গার্মেন্টসে কর্মী হিসাবে চাকরি করতো। বাবা-মা গ্রামের বাড়িতে যাওয়ায় গার্মেন্টসে যায় নি, বিকালের দিকে ঘরের দরজা বন্ধ দেখে দরজা নক করলে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখি ফ্যানের সাথে ওড়নার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি, জয়পুরহাট জেলার সদর থানার কুমোর গ্রামের আতিকের সন্তান। বর্তমানে, মোহাম্মদপুর বছিলা কাজলের বাসায় পরিবারের সাথে থাকতেন। দুই ভাইয়ের মধ্য সে ছিলো বড়।
ঢামেকে হাসপাতালর পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
আগামীনিউজ/কাজি/মামুন