উত্তরায় দুই ইয়াবা কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ‌ ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৮:২২ পিএম

ঢাকা : রাজধানীর উত্তরা এলাকা হতে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শফিকুল ইসলাম ওরফে সফি (৩৯) ও ঝুমা আক্তার হাসি (২১)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপির (মিডিয়া) উপ কমিশনার হাজী মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উত্তরা বিমানবন্দর গোলচত্বরের পাশের মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোয়েন্দা দক্ষিণের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান জানান, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকায় দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার বাবুস সালাম জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায়  বিমানবন্দর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আগামীনিউজ/সুমন/নুসরাত