তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা!

নিজস্ব প্রতিবেদক ‌ ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৮:০২ পিএম

ঢাকাঃ মো. মোশারফ হোসেন (৩৯) প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা! সরকারি বিভিন্ন নিয়োগ ও বদলির কথা বলে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছেন তিনি। ভুয়া পরিচয় দেয়া এই প্রতারককে আটক করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-২-এর মেজর শেখ নাজমুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গুলশান এলাকা থেকে আটক করা হয়। রাতে মামলাও দায়ের করা হয়েছে।

নাজমুল আরেফিন বলেন, মোশারফ দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। সরকারি বিভিন্ন নিয়োগ ও বদলির কথা বলে টাকা হাতিয়ে নিত সে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

মোশারফের বাসা থেকে নিয়োগ ও বদলি-সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা নাজমুল আরেফিন।

আগামীনিউজ/সুমন/নুসরাত