বইমেলায় যেসব সেবা দিচ্ছে ডিএমপি

ফেব্রুয়ারি ৯, ২০২০, ০৯:০৩ পিএম

চলছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। বইমেলায় লেখক, প্রকাশক ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ আসেন। আর এই বই মেলায় আসা সকলের সার্বিক নিচ্ছিদ্র নিরাপত্তা দেয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ থেকে তাদের নেয়া উদ্যোগগেুলো জানানো হয়।

সেগুলো হচ্ছে—
বইমেলায় চার স্তরের নিরাপত্তা : সমগ্র বইমেলা এলাকায় রয়েছে পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী পুলিশের সমন্বয়ে ডিএমপির চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বিশুদ্ধ খাবার পানি : লেখক, প্রকাশক ও নারী, শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের সেবার্থে তৃষ্ণা মেটানোর জন্য প্রতিবছরের ন্যয় এবারও বইমেলায় বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার : বইমেলায় আপনার শিশু সন্তান বা প্রিয়জনকে নিয়ে এসে প্রচন্ড ভিড়ের মাঝে হারিয়ে ফেললে ঘাবড়ানোর কিছু নেই।। আপনার সন্তান বা প্রিয়জনকে খুঁজে দিতে ডিএমপির রয়েছে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার। কেউ হারিয়ে গেলে আপনার পাশের পুলিশকেই জানান অথবা মেলায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে।

যোগাযোগ করুন। প্রয়োজনে শিশু বা বয়োজ্যোষ্ঠদের নিকট আপনার মোবাইল নম্বরটি লিখে রাখুন।

শিশু পরিচর্যা কেন্দ্র : বইমেলায় আগত মায়েদের কোলের ছােট্ট শিশুর জন্য রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শিশু পরিচর্যা কেন্দ্র বা ব্রেস্ট ফিডিং কর্ণার। এ বিষয়ে আপনার পাশের পুলিশের সাহায্য নিন।

ইভটিজিং বিরোধী টিম : বই মেলায় আগত স্কুল-কলেজে পড়ুয়া মেয়ে ও নারীদেরকে ইভটিজিং প্রতিরােধে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইভটিজিং বিরোধী বিশেষ টিম। মেলা প্রাঙ্গণে এমন ঘটনার সম্মুখীন হলে নিকটস্থ পুলিশের সাহায্য নিন।

পুলিশ ব্লাড ব্যাংক ও প্রাথমিক চিকিত্সা সেবা কেন্দ্র : মেলায় আগত দর্শনার্থীর মধ্যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের সেবায় রয়েছে পুলিশের প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র। এছাড়া মুমূর্ষ রােগীর জীবন বাঁচাতে রয়েছে পুলিশ ব্লাড ব্যাংক।

মেট্রো বেকার : সারাদিন ঘোরাঘুরি শেষে আপনার সাময়িক ক্ষুধা নিবারণে ডিএমপির নিজস্ব ডেইরিতে উৎপাদিত রয়েছে বিশুদ্ধ খাবারের মেট্রো বেকার। যেখান থেকে আপনি স্বল্প খরচে বাসায়ও নিয়ে যেতে পারবেন।

আপনার যেকোন সমস্যা বা প্রয়োজনে বইমেলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করুন।।

বাংলা একাডেমি এলাকায় পুলিশ কন্ট্রোল রুম: ০১৯২১-১৮৯৬৬। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশ কন্ট্রোলরুম: ০১৭৪৯-৭১৬৮০০, ০২-৯৬১৯৯৯৯

আগামীনিউজ/রাফি/মামুন