রায়েরবাজারে রহিম ব্যাপারী ঘাটে ঢাকা সিটি নির্বাচন পরবর্তী হামলায় ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর এজেন্ট মোঃ সুমন সিকদার (২৫) নিহত।
তার বাবার নাম আনোয়ার আহমেদ সিকদার। সে ৪/২ ব্লক এফ লালমাটিয়া লালমাটিয়া মহিলা কলেজ পল্লিং এজেন্ট ছিল । ফলাফলের পর দুই কাউন্সিলর পক্ষের মারামারিতে নিহত হয়। লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। এ ঘটনায় ৫ জন আহত।