রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি অক্টোবর ২৫, ২০২৩, ০২:০০ পিএম

রাজবাড়ীঃ রাজবাড়ী কালুখালী উপজেলার মৃগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: ফাহাদ জোয়াদ্দার (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

 

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় পাংশা- মৃগী সড়কের বি-বনগ্রাম নেভি হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত মো: ফাহাদ জোয়াদ্দার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আরকান্দি (জোয়াদ্দার পাড়া) এলাকার মো: জহুরুল জোয়াদ্দারের ছেলে। সে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এছাড়াও মোটরসাইকেল থাকা ইমরান ও নাইম নামের আরও দুই যুবক আহত হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা-মৃগী সড়কের পাংশা থেকে আসা মোটরসাইকেলের সাথে ঠাকুর বিলের সড়ক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেলের পেছনে থাকা ফাহাদ জোয়াদ্দার ছিটকে পড়ে। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হলে তাদের হসপিটালে পাঠানো হয়।

 

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা: আশরাফুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার পর ফাহাদ জোয়াদ্দার নামের এক যুবক কে হসপিটালে আনা হয়। তবে তার হসপিটালে আনার আগেই মৃত্যু হয়। 

 

মিঠুন গোস্বামী/এমআইসি