মধুখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের গণসংযোগ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১২:২২ এএম
ছবি: আগামী নিউজ

ফরিদপুরঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব গণসংযোগ করেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি মধুখালী বাজার, গাজনা, বেলেশ্বরসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

তিনি গাজনা ইউনিয়নের খেলার মাঠ পরিদর্শন করেন এবং তিনি খেলার মাঠ উন্নয়নের প্রতিশ্রুত দেন।

এডভোকেট লিয়াকত শিকদার বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হবে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার নির্বাচন। এ নির্বাচনের ফল ঘরে তুলতে আমরা প্রতিটি মানুষের কাছে যাব, আমাদের উন্নয়নের চিত্র তুলে ধরব। তাছাড়া আওয়ামী লীগ দীর্ঘ ১৪ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। এ সময়ের মধ্যে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। নির্বাচনের আগে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেলসহ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণকে একবার নিজ চোখে দেখে আসতে বলব। আমরা মানুষের ভোটের মূল্যায়ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দিয়ে থাকি।


এসব গণসংযোগের সময় তার সাথে ছিলেন গাজনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস মোল্লা (সবেক চেয়ারম্যান), ৮ নং  ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনজুর হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিন্টু মোল্লা, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, ৭ নং ওয়ার্ড মেম্বার মনিরুল ইসলাম মুন্নু, শাহারিয়া রুমি রনি, তৌসিফ শরাফী সেতু, হেদায়েত হোসেন আকাশ, সৌরভ,  আমিনুর রহমান,  শেখ রইচ উদ্দিন প্রমুখ।


এমআইসি