টাঙ্গাইলে ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট চলছে

টাঙ্গাইল প্রতিনিধি সেপ্টেম্বর ২, ২০২৩, ০৬:৩২ পিএম

টাঙ্গাইলঃ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট করছেন টাঙ্গাইলের ম্যাটস শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ইন্টার্নশিপ বহাল, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশের নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চমবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদানের দাবি তোলেন তারা। এসব দাবিতে গত ১৬ আগস্ট থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন টাঙ্গাইল ম্যাটসের শিক্ষার্থীরা।

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না। দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

মানববন্ধনে শিক্ষার্থী,কায়েস আহমেদ' নরুে আলম 'সৈকত জাহান আকাশ, শাহরিয়ার কবির, আখি বকল, নাইম হাসানসহ শতাধিক ম্যাটস শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 

শফিকুজ্জামান খান মোস্তফা/এমআইসি