টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভাড়াটে খুনি গ্রেফতার 

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল আগস্ট ১৪, ২০২৩, ০৩:৪১ পিএম

টাঙ্গাইলঃ চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ভাড়াটে খুনি মোঃ মান্নানকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার ভোরে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের মামলার বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ৩০ জুন রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাংগুরী দক্ষিণ পাড়া গ্রামে মোঃ আসাদুজ্জামান মিয়া তার বাবা আব্দুল আউয়ালকে ভাড়াটে লোক দিয়ে গলা৷ কেটে হত্যা করে। এ ঘটনায় মির্জাপুর থানার উপপরিদর্শক শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ১ আগস্ট মামলা দায়ের করেন। মামলাটির বিচার কাজ ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এ ঘটনায় জড়িত চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার আগে থেকেই মান্নান পলাতক ছিলো। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/বুইউ