পুলিশ বলছে রহস্যজনক

পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২০, ১১:১১ এএম

নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে তিন মাস বয়সী তানজিলা খাতুন ওরফে টিয়াপাখি নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তানজিলা রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর এলাকার জামিরা গ্রামের তুষার আলীর মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলামের মেয়ে তারিন বেগম তিন মাস আগে শিশুটির জন্ম দেন। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতেন তারিন।

শনিবার বিকালে শিশু তানজিলার নিখোঁজের খবর জানতে পারেন প্রতিবেশীরা। একপর্যায়ে তাজুল ইসলামের বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এরপর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। একই সঙ্গে শিশুর মা তারিন বেগমকে আটক করা হয়। এর আগে শিশুর মৃত্যুর বিষয়ে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, তিন মাসের শিশু কীভাবে পুকুরের পানিতে গেল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুর মা জড়িত বলে ধারণা তাদের।

এ বিষয়ে বাগাতিপাড়া থানার ওসি আবদুল মতিন বলেন, পুকুরের পানি থেকে তিন মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এত ছোট শিশু কীভাবে পুকুরের পানিতে গেল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মা তারিন বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আগামী নিউজ/এসএম/এনএনআর