ফরিদপুরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হকের দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (৯ জুলাই) দুপুরে চাঁদকে ফরিদপুর চীফ জুডিশিয়াল ১নং আমলী আদালতে হাজির করা হয়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চায়।
চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তরুন বাছার দুই পক্ষের আইনজীবীর শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে ডিজাটাল নিরাপত্তা আইনে অপর একটি মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে চাঁদকে পুলিশী প্রহরায় ফরিদপুর কারাগারে প্রেরণ করা হয়। বিএনপি নেতা চাঁদকে আদালতে হাজির করার সময় বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনিমেষ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ফরিদপুরে তার বিরুদ্ধে মামলায় আজ তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য, রাজশাহী বিএনপি কর্তৃক আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেবার অভিযোগে গত ২৩ মে ফরিদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২০ কোটি টাকার মানহানী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বুইউ