বালিয়াকান্দিতে ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ এক্সপোর্টেবল হারবাল প্রডাক্টস বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০২৩, ১০:১৫ এএম

রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দি উপজেলায় দুই দিন ব্যাপী ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ এক্সপোর্টেবল হারবাল প্রডাক্টস- বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় উপজেলার বহরপুর শান্তি মিশনের ডাস-বাংলাদেশ ট্রেনিং এন্ড রিসোর্স ডেভলপমেন্ট সেন্টারে প্রধান অতিথি হিসেবে ওই কর্মশালার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।

বাণিজ্য মন্ত্রণালয়ের মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরপুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ও শান্তিমিশন খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) জামে মসজিদের সভাপতি মো. আবু তাহের মোল্লা প্রমুখ। 

দুই দিন ব্যাপী এ কর্মশালায় চন্দনা নার্সারীর মো. টিপু সুলতান, নিম অর্গানিক  লিমিটেডের ফ্যাক্টরি ম্যানেজার মো. নাজমুল হক ও পারমাথেরাপী হিলিং সেন্টার লিমিটেডের নাসিমা বেগম অংশ গ্রহণকারী ৮০ জনকে প্রশিক্ষণ প্রদান করেন।

বুইউ