বরিশালে যাত্রীবা‌হী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডু‌বি

নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২৩, ১১:৫৭ পিএম
সংগৃহীত ছবি

বরিশালঃ ব‌রিশালের কীর্তণখোলা নদীতে ঢাকাগামী যাত্রীবা‌হী পারাবত ১১ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডু‌বির ঘটনা ঘটেছে। এ সময় লঞ্চের তলা ফেটে যাওয়ায় লঞ্চটি সদর উপজেলার চরবা‌ড়িয়ায় নোঙর করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো ‌নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়‌নি।

শনিবার (১০ জুন) রাত সাড়ে ৯টায় বরিশাল সদর উপজেলার লামচরী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে জানানো হবে।

এদিকে পারাবত ১১ লঞ্চের পুলক নামের এক যাত্রী বলেন, ঢাকা যাওয়ার পথে লামচরী এলাকায় পৌঁছালে লঞ্চটি একটি বাল্কহেডের উপরে উঠে যায়। এ সময় সঙ্গে সঙ্গে বাল্কহেডটি ঢুবে যায়। কিন্তু ত্রিফল দিয়ে ডাকা থাকায় সেটিতে কি ছিল দেখা যায়নি।

এ পারাবত ১১ লঞ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিদর্শক কবির হোসেন বলেন, পারাবত ১১ লঞ্চের যাত্রীদের নিতে প্রিন্স আওলাদ লঞ্চটি পিছনে আসতে বলা হয়েছে। যাতে পারাবত ১১ লঞ্চের যাত্রীরা ঢাকা যেতে পারে।

এমআইসি