চট্টগ্রামঃ নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় বসতঘরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন।
রোববার (২৮ মে) ভোরে বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় এই ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ হওয়ার পর নুরনাহার বেগম, তার দুই সন্তান ফারিজা আক্তার (৩), মারুফ (১) এবং ইমনকে (২৩) হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়জন মালিকের ৬টি টিনের বসতঘর পুড়ে গেছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জানান, আগুনে তিনজনের মৃত্যু হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে নিহতদের নাম জানাতে পারেননি তিনি।
বুইউ