ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, পায়রা বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী) মে ১২, ২০২৩, ০২:৪৬ পিএম

পটুয়াখালীঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোখা সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলের আবহাওয়ার কোনো পরিবর্তন না হলেও প্রতিনিয়ত বাড়ছে গরমের তীব্রতা। তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।

ঘূর্ণিঝড় মোখা শুক্রবার ভোররাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ১০৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। তাই পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে গভীর সাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে কলাপাড়ায় ১৭৫টি ঘূর্ণিঝড় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় মোখাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উপজেলা পরিষদ ও সিপিপি সমন্বয় প্রস্তুতি সভা করেছে।

রাসেল কবির মুরাদ/বুইউ