গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকার কৃষকের ভুট্টা খেত থেকে রুবেল মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ মার্চ) উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের ছিলামনি গ্রামের ওই ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার। নিহত রুবেল মিয়া সাঘাটার পবনতাইড় গ্রামের আজগর আলীর ছেলে।
ওসি মো. রাজু সরকার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ বিকেলের দিকে ছিলামনি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। এ খবর পেয়ে রুবেলের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হচ্ছে। এই মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এসএস