বিয়েবাড়িতে ডাকাত দলের হানা, নগদ অর্থসহ নববধূর গহনা লুট

জেলা প্রতিনিধি, কক্সবাজার মার্চ ১৪, ২০২৩, ০৯:৩৪ এএম

কক্সবাজারঃ টেকনাফের বাহারছড়া এলাকায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নববধূর গহনা ও টাকাসহ মালামাল লুুট করে নিয়ে গেছে।

সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে বাহারছড়ার ছালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়ার হলবনিয়ায় ছালামের বিয়ে বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূর তিন ভরি স্বর্ণালংকার লুট করে। এসময় অর্ধলাখ টাকাও নিয়ে যায় তারা।

বাহারছড়া ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) মছিউর বলেন, ডাকাতির ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে হাজির হই। ডাকাতদের টার্গেট ছিল বিয়ে বাড়ির স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করা। তারা অস্ত্রের মুখে জিম্মি করে নববধূর স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে ১০ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে। 

ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, তদন্ত করে আসামিদের আটকের চেষ্টা চলছে। 

বুইউ