ময়মনসিংহে মাইক্রোবাস খাদে পড়ে বিস্ফোরণ, নিহত ৪

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ মার্চ ১৩, ২০২৩, ০৯:১৮ এএম

ময়মনসিংহঃ ত্রিশাল উপজেলায় মাইক্রোবাস উল্টে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (১২ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- জেলার ধোবাউড়ার বাঘবেড় ইউনিয়নের খামার ভাসা গ্রামের দগ্ধ তোতা মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৪৬) ও দগ্ধ আক্কাস মিয়ার স্ত্রী দোলেনা খাতুন। দগ্ধ রুবেল মিয়া ছেলে আশিক (১৩)।

দগ্ধরা হলেন- তোতা মিয়া মিয়া, আক্কাস আলী, তোতা মিয়ার নাতি ইয়াসিন (৩), একই ইউনিয়নের পূর্ব সালকোডা গ্রামের সফিকুল ইসলামের ছেলে রুবেল মিয়া (৩২) ও তার স্ত্রী ফেরদৌসী আক্তার (২৬)। এদের মধ্যে আক্কাস মিয়াকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আবুল কালাম বলেন, মাইক্রোবাস ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাঙামাটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে গাড়িতে আগুন ধরে চারজন মারা যান। আহত হন আরও পাঁচজন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

বুইউ