গোপালগঞ্জঃ জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে। আজ শনিবার বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে নেতৃবৃন্দ। এসময় জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। এ মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখা ও বাংলাদেশ খ্রিস্টান লীগ একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জেলা শাখার সভাপতি বিল্লমঙ্গল মজুমদার, সাধারণ সম্পাদক লিটন মজুমদার, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখার সভাপতি চন্দন মন্ডল, প্রচার সম্পাদক রাজীব হালদার, বাংলাদেশ খ্রিস্টান লীগের উপদেষ্ঠা ডেভিড বৈদ্য বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপকভাবে নির্যাতন চলছে। ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে দেশ স্বাধীনের পর দেশে মোট জনসংখ্যার ৭.৯৫ ভাগ হিন্দু সম্প্রদায়। ২০১৫ সালের পর মাত্র ছয় বছরে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমেছে ২.৮ ভাগ। এ অবস্থা অব্যাহত থাকলে অচিরেই হিন্দু সম্প্রদায় শূন্য হবে দেশ। অথচ জাতীয় সংসদ সর্বদা নীরব ভূমিকা পালন করেছে। বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে ১৬ জন্য হিন্দু এমপি থাকলেও সমস্যা নিরসনে কোনো ভূমিকা নেই। দ্রুত জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান বক্তারা।
সৈয়দ আকবর হোসেন/বুইউ