গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা, ১৪ বোতল ফেনসিডিল ও ১৮ বোতল ফেনসিগ্রিপ জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে ৪ মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।
বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার পার নাটাবাড়ী গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মমিনুল ইসলাম (৩১) , চিকাশী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে সুজন মিয়া (৩২), বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার গ্রামের ফরিদ মৃত হাসেন আলীর ছেলে ফরিদ হোসেন (৫০), ও রবিউল ইসলাম রাকিব (৪০)।
ওসি ইজার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ এলাকা রংপুর-ঢাকা মহাসড়কের চাপড়ীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে ঢাকাগামী এসএন পরিবহন নামের যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় মমিনুল ইসলাম ও সুজন মিয়ার কাছে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। একই স্থানে অভিযান চলাকালে রবিউল ইসলাম রাকিবের কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল ও ফরিদ হোসেনের কাছ থেকে১৮ বোতল ফেনসিগ্রিপ উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এসএস