ময়মনসিংহে পরপর রেল দুর্ঘটনা

অনুসন্ধানে আসছে বিভাগীয় ঊর্ধ্বতন দল

ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ২১, ২০২০, ১১:১০ এএম

একের পর এক রেল দুর্ঘটনা অনুসন্ধানে মঙ্গলবার (২১ জানুয়ারি) ময়মনসিংহে যাচ্ছে বিভাগীয় ঊর্ধ্বতন দল।

রেলওয়ে সূত্র জানায়, নেত্রকোনা জেলার জারিয়া থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ময়মনসিংহ যাচ্ছিল। সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে স্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস জানান, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন রাত ৮টার দিকে উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

এদিকে গৌরীপুর রেলওয়ে জংশনে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস বুধবার রাত ৯টা ৫০ মিনিটে, জামালপুরের তারাকান্দিগামী সারবোঝাই মালবাহী ট্রেনের বগি শুক্রবার সন্ধ্যা ৫টা ২০ মিনিটে লাইনচ্যুত হয়।

মালবাহী ট্রেনের বগি উদ্ধার করতে এসে উদ্ধারকারী রিলিফ ট্রেনের টুলস ইঞ্জিনও ওইদিন রাত ১০টা ৩০ মিনিটে লাইনচ্যুত হয়।

আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে রেলওয়ের পরিবহন কর্মকর্তা রেজাউল করিমকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কমিটির অপর সদস্যরা হলেন সিগন্যাল বিভাগের কর্মকর্তা সানোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সুকুমার রায় এবং এএমআই কর্মকর্তা সাজিদ হাসান নির্জন। এ কমিটি শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে।

শনিবার ঢাকায় তলব করেন গৌরীপুর রেলওয়ের সিএসএম আবদুল কাদির, পয়েন্টম্যান ইসমাইল হোসেন ও সিগন্যাল খালাসি জেসমুন আরিফ তৌফিককে। তবে দুর্ঘটনার কারণ খুঁজে পায়নি।

আজ অনুসন্ধানে আসছে বিভাগীয় ঊর্ধ্বতন টিম। রেলওয়ে স্টেশনমাস্টার আবদুর রশিদ জানান, ঢাকা থেকে টিম রওনা দিয়েছে।
আগামীনিউজ/ হাসি/এনএনআর