কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ জানুয়ারি ১৭, ২০২৩, ০৪:১৩ পিএম

কিশোরগঞ্জঃ জেলার বাজিতপুরে কৃষক আমিরুল হক ওরফে আমরুত মিয়া হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুদ্দুস মিয়া (৪৫)। তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আবুল কালাম (৫৫), ধলু মিয়া(৫০), ফুকন মিয়া ওরফে ফুক্কু মিয়া (২৫), নিকুল মিয়া (২৮), মুকুল মিয়া (৪৮) ও সোনাফর (৪৫)। তাদেরও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফুকন মিয়া ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে ২০১৫ সালের ১০ অক্টোবর গভীর রাতে বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামের কৃষক আমিরুল হক ওরফে আমরুত মিয়াকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ছেলে শরীফ মিয়া বাদী হয়ে পরদিন সাতজনের নামে বাজিতপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শহিদুল ইসলাম খান। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সাঈদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুইউ