চুয়াডাঙ্গাঃ মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গায় একটানা তীব্র শীত অনুভূত হচ্ছে। সাথে ঘন কুয়াশা। একবেলা সূর্যের দেখা মিলছে ক্ষীণভাবে। তাতে নেই কোনো উত্তাপ। ফলে দুর্ভোগে পড়ছে খেটেখাওয়া মানুষেরা। আজ শনিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থার কারণে দিনব্যাপী কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসছে না সাধারণ মানুষেরা।
ইটভাটা শ্রমিক রবিউল ইসলাম বলেন, ‘শীত বেশি হওয়ায় মানুষ বাইরেই আসছে না। সেখানে আমাদের ভোর থেকে কাদামাটি নিয়ে কাজ করতে হয়। আমাদের হাত-পা অবশ হয়ে যায়। তবুও পেটের দাগিতেই ভোররাতে ঘরের বাইরে আসি।’
ভ্যানচালক রমজান আলী বলেন, ‘শীতের কারণে সকাল সকাল ভ্যান বাইরে আসতে কষ্ট হয়। তবুও আসি। কারণ পেটের খিদে। আবার শীতের কারণেই ভাড়া পাওয়া যাচ্ছে কম।’
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় আরেক দফা মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার ছিলো দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিন ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি বলেন, জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।
জামান আখতার/বুইউ