চুয়াডাঙ্গায় সারাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা জানুয়ারি ৬, ২০২৩, ০৩:২৩ পিএম

চুয়াডাঙ্গাঃ তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে ৪৭ জন তরুণ কৃষি উদ্যোক্তা ছুটে এসেছেন চুয়াডাঙ্গায়। উদ্দেশ্যে বৈচিত্রময় কৃষির পূণ্যভূমি চুয়াডাঙ্গা জেলায় হাতে-কলমে কৃষিশিক্ষা গ্রহণ। শুক্রবার সকালে মৃদু  শৈত্যপ্রবাহের মধ্যেই শুরু হয় দিনব্যাপী এ প্রশিক্ষণ। অদম্য এসব উদ্যোক্তাদের কৃষিজ্ঞানকে শানিত করতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ময়মনসিংহের জার্মপ্লাজম সেন্টারের সাবেক পরিচালক ড. এমএ রহিম। উপস্থিত ছিলেন শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্লান্টপ্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নোমান ফারুক। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষি মন্ত্রণালয়ের এক্সপার্ট পুলের সদস্য হামিদুর রহমান।

শুক্রবার সকালে শহরের মুন্সিপাড়ার অবস্থিত মনমিলা গার্ডেনে শীতের হিমেল হাওয়ায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা ও প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।

এতে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান কৃষি বায়োস্কোপ’র পরিচালক তালহা জুবাইর মাসরুর। দিনব্যাপী এ প্রশিক্ষণে সারাদেশের ২৯টি জেলা থেকে ৪৭ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষকগণ তরুণ এসব উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন।

প্রশিক্ষণার্থীরা বলেন, একদিনের এ প্রশিক্ষণ থেকে তারা অনেক অজানা বিষয়ে জ্ঞান অর্জন করেছেন।

জামান আখতার/বুইউ