৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, রাজবাড়ী জানুয়ারি ৬, ২০২৩, ১০:১১ এএম

রাজবাড়ীঃ তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর সাড়ে ৫টা থেকে কুয়াশা ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৮টা ২০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে।

বুইউ